রাউজান প্রতিনিধি:
চট্টগ্রামের রাউজানে ঘরে জানালার গ্রিলের সাথে গলায় ওড়না পেঁচানো অবস্থায় এক গৃহবধূর লাশ উদ্ধার করছেন পুলিশ। নিহত গৃহবধূর নাম ইরফাত আলম ইরা(১৮)। সেই উপজেলার কদলপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ভোমর পাড়া গ্রামের ইদ্রিস চেয়ারম্যানের বাড়ির আকিজুর রহমান ইমনের স্ত্রী। সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঝুলন্ত অবস্থায় লাশটি দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশকে খবর দিলে পুলিশ লাশটি উদ্ধার করে। এলাকাবাসী জানায়, তিন বছর আগে আজিজুর রহমান ইমন তার আপন খালাত বোনকে পরিবারের অমতে বিয়ে করেন। ঢাকায় এক বছর থাকার পর পরিবার বাড়িতে অনুষ্ঠান করে তাদের ঘরে তুলেন। রাউজান থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কায়ছার হামিদ বলেন, এটি হত্যাকাণ্ড নাকি আত্মহত্যা এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে রহস্যজনক বলে মনে হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট আসলে সব কিছু জানা যাবে বলে জানান তিনি।




