বীর মুক্তিযোদ্ধা ফরহাদ হোসেনের স্মারকগ্রন্থ প্রকাশনা অনুষ্ঠান

বীর মুক্তিযোদ্ধা ফরহাদ হোসেনের
স্মারকগ্রন্থ প্রকাশনা অনুষ্ঠান

বীর মুক্তিযোদ্ধা ফরহাদ হোসেন স্মারকগ্রন্থের পাঠ উন্মোচন অনুষ্ঠান ২৯ ডিসেম্বর সন্ধ্যায় নাসিরাবাদ হাউজিং সোসাইটিতে কবি ফরিদা ফরহাদের বাসভবনে সাংবাদিক-সাহিত্যিক রাশেদ রউফের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর সময়ে একজন বীর মুক্তিযোদ্ধা স্মারকগ্রন্থ প্রকাশনা ইতিহাসের সমুজ্জ্বল হয়ে থাকবে। নির্ভীক সাহসী মানুষ ছিলেন ফরহাদ হোসেন। স্বাধীনতা অর্জনে মুক্তিযোদ্ধাদের অবদান সম্পর্কে ফরহাদ হোসেনের মতো মানুষদের জীবনালেখ্য পাঠের মাধ্যমে আগামী প্রজন্মকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করা সম্ভব। তাতে আগামীতে দেশ সমৃদ্ধ ও মানবিক রাষ্ট্র হিসেবে বিশ্বের মানচিত্রে দৃশ্যমান হয়ে উঠবে।
এ সময় বক্তব্য রাখেন সাবেক এমপি সাবিহা মুছা, অশোক সাহা, নেছার আহমদ, অরুণ শীল, জিনাত আজম, মর্জিনা আক্তার, মনন এখতিয়ার সিদ্দিকী, রোজালিন সামিরা, এস এম মোখলেসুর রহমান। অনুষ্ঠানে বক্তারা কবি ফরিদা ফরহাদের ৬৭তম জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা জানানো হয়। আলোচনা শেষে সঙ্গীত পরিবেশন করেন রোজালিন সামিরা ও মুন্তাজার মনসুর। আবৃত্তি করেন আয়েশা হক শিমু, ডক্টর নাদিয়া ফারহানা।স্বাগত বক্তব্য রাখেন নিজামুল ইসলাম সরফী।
স্মারকগ্রন্থ প্রকাশনা অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন শাকিল আহমদ, রফিক আহমদ খান, এমরান জাহাঙ্গীর, আজিজ রাহমান, এম. কামাল উদ্দিন, সাহিদ হোসেন, আবুল কালাম হেলাল, তসলিম খাঁ, মুনতাজার মনসুর, আবদুল্লাহ মজুমদার, ড. নাদিয়া ফরহানা, সাবরিনা তানিয়া, ওচমান জাহাঙ্গীর।