কারাগারে আটক শীর্ষ আলেমদের মুক্তি দিন, চট্টগ্রামে নেজামে ইসলাম পার্টি ত্রি-বার্ষিক সম্মেলনে-আমির

বিনা বিচারে আটক আলেমদের দ্রুত মুক্তি দিন,অনির্বাচিত, অসাংবিধানিক এবং অবৈধ এই সরকার হাজার হাজার কোটি টাকা আত্মসাত,শত অপকর্ম ঢাকা দিতে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি করে দেশের মানুষদের অবর্ণনীয় ভোগান্তিতে ফেলে দিয়েছে। পাশাপাশি বিদ্যুৎ লোডশেডিংয়ের ফলে সাধারণ মানুষের জীবনকে দুর্বিষহ করে তুলেছে। বাবরী মসজিদ, গুজরাট ও দিল্লীতে সহস্র মুসলিম হত্যাকারী ভারতের প্রধানমন্ত্রী মোদীর বাংলাদেশ আগমনের প্রতিবাদ করায় শতাধিক শীর্ষ আলেম বিনাবিচারে জেলে আটক রেখে মানবেতর জীবন পার করছেন।তাদের মুক্তি দিতে হবে। বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি চট্টগ্রাম মহানগর ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে পার্টির আমীর আল্লামা সরওয়ার কামাল আজিজ উপরোক্ত কথা বলেন। মহানগর আমীর ক্বারী ফজলুল করিম জিহাদীর সভাপতিত্বে প্রধান আলোচক ছিলেন ভারপ্রাপ্ত মহাসচিব মঞ্জুরুল কাদের। প্রধান অতিথি আরো বলেন,দ্রব্যের মূল্য কমিয়ে গ্রেফতারকৃত আলেম-ওলামাসহ বিরোধী দলের নেতাকর্মীদের অবিলম্বে মুক্তি দাবি দিয়ে নির্দলীয় সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের জোর দাবি জানান। বাংলাদেশ নেজামী ইসলাম পার্টি চট্টগ্রাম মহানগর সাধারণ পরিষদের অধিবেশন ১২ অক্টোবর বুধবার চট্টগ্রাম প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার আব্দুল খালেক মিলানায়তনে বিকাল তিনটায় অনুষ্ঠিত হয়। । সভা সঞ্চালনা করেন চট্টগ্রাম মহানগর নেজামে ইসলাম পার্টি সাধারণ সম্পাদক মৌলানা আনোয়ার হোসাইন রব্বানী। বিশেষ অতিথি ছিলেন, কেন্দ্রীয় শুরা সদস্য ও নায়েবে আমীর আবদুর রহমান চৌধুরী।নায়েবে আমির মৌলানা আব্দুল মাজেদ আতহারী, নায়েবে আমির আলহাজ্ব আব্দুর রহমান চৌধুরী, চট্টগ্রাম উত্তর জেলা আমির মাওলানা মুফতি মোহাম্মদ আলী ক্বাসেমী, কক্সবাজার জেলা আমির মাওলানা আব্দুল খালেক নিজামী, দক্ষিণ জেলা আমির শাইখুল হাদিস মাওলানা জিয়াউল হোসাইন, পার্টির সদস্যঢ মাওলানা আতাউল্লাহ আল হুছাইনী, যুব বিষয়ক সম্পাদক অধ্যাপক নজরুল ইসলাম।