মোহাম্মদ জাহাঙ্গীর আলম
পাহাড়ের কষ্টগুলো
ঝর্ণা হয়ে ঝরে
এই বুকের বেদনা গুলো
গুমরে গুমরে মরে।
আকাশের নীল বেদনা
অঝোর বৃষ্টি হয়ে নামে,
আমার মনের হাজার কষ্ট
ঠিকানাহীন নীল খামে।
সাগরের হাহাকার ঢেউ হয়ে
আছড়ে পরে কূলে,
তোমার দেয়া কষ্টগুলো
পারি না যেতে ভুলে।
২১/১০/২০২২ইং
কবি,চবিয়ান ২৮ব্যাচ।




