গত ৪ এপ্রিল বৃহস্পতিবার ব্যাংক ও শিল্প উদ্যোক্তা মরহুম আব্দুল গফফার চৌধুরীর ৯ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দামপাড়া এজিএস হাউজের মিলনায়তনে এজিএস পরিবারের পক্ষ থেকে দোয়া ও ইফতারের মাহফিলের আয়োজন করা হয়। ইফতারপূর্ব উক্ত অনুষ্ঠানে বিশিষ্ট মানবাধিকার নেত্রী লায়ন সেতারা গফফারের সভাপতিত্ব বক্তব্য রাখেন জেলা লায়ন গভর্নর শেখ শামসুদ্দিন সিদ্দিকী, সাজিদুর রহমান,সাবেক প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনী, অ্যাডভোকেট সিকান্দর চৌধুরী, ফরিদুর রহমান, আমিনুল হক বাবু, লায়ন কামরুজ্জামান লিটন, অ্যাডভোকেট ফয়জুর রহমান, শহিদুল কাদের চৌধুরী রাশেল, নঈমুল কাদের চৌধুরী হিমেল, আবু তাহের। ইফতারপূর্ব মোনাজাত পরিচালনা করেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মাওলানা মুস্তাফা কামিল মাদানি।
বক্তারা বলেন, সিয়াম সাধনার মাস মাহে রমজান। এই মাসে যারা নিয়াম অনুযায়ী রোজা রেখেছেন তাদের জন্য মহান আল্লাহ তায়ালার পক্ষ থেকে বিশেষ পুরস্কার রয়েছে। হে আল্লাহ, মরহুম গফফার চৌধুরী কবরে রোজাদারদের উছিলায় সওয়াব দান করুন।




