ভার্চুয়াল জগতে প্রতারণার বৃদ্ধি চট্টগ্রামে এক সংস্কৃতিক কর্মী প্রতারণার শিকার

ভার্চুয়াল জগতে এ প্রতারণা বৃদ্ধি পাচ্ছে ভার্চুয়াল জগতকে আমরা সহজে নিলেও কিছু কারিগর বিষয়ে আমাদের জ্ঞান না থাকার কারণে সুযোগ নিচ্ছে প্রতারক চক্র। চট্টগ্রামে এমন প্রতারণার শিকার হয়েছেন এক সাংস্কৃতিক কর্মী । হারাধান নাহা বাসু Basu Naha নামে পেইজবুক চালাতন,গত ১৩ নভেম্বর সে মোহাম্মদপুর এলাকায় একবাসায় গানের টিউশনি করাকালীন সময়ে তার ফোন কোড় আাসে।
Aslam Hossain Bachchu নামের এক ব্যক্তি
01708 987033 নং থেকে কল দিয়ে কৌশলে কোড চায়, বাসু তাকে না বুঝে কোড় দিয়ে দেয়।
Basu Naha,Facebookটি হ্যাক করে তার বন্ধুদের লিষ্ট ধরে ধরে টাকা চাইতে শুরু করে। ইতিমধ্যে অনেক বসুর এফবি বন্ধু প্রতারণা হয়েছে। বিকাশ নং01742413577 এটা প্রতারকের।এর মাধ্যমে বিকাশে নিয়ে নেয়,প্রতারকের দুটি ফোন কল দিলে বন্ধ পাওয়া গেছে , আইসিটি এ্যাক্ট মামলার অজুহাতে থানায় মামলা নিতে আগ্রহ দেখায়নি। হারাধন নাহা বাসু চরম আতঙ্কের মধ্যে দিন অতিবাহিত করতেছে, যেহেতু ফেসবুকটি তার হাতে নিয়ন্ত্রণ নেই এ ব্যাপারে তিনি সংশ্লিষ্ট মহলের দৃষ্টি আকর্ষণ করেছেন,এভাবে আর কেউ প্রতারণা হতে না হওয়ার জন্য সকলের প্রতি আহ্বান জানিয়েছেন,ছবিটি হারাধন নাহা বাসুর পেইজ বুক।এটা হ্যাক হয়েছে।