আব্দুল গফফার চৌধুরীর ৩য় মৃত্যুবার্ষিকী

শিল্পোদ্যোক্তা আব্দুল গফফার চৌধুরীর তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ। ২০১৬ সালের ৩ এপ্রিল ৮৫ বছর বয়সে মৃত্যুবরণ করেন। তিনি একজন মানব দরদী ও জনহিতৈষী মানুষ ছিলেন। ইউসিবি ব্যাংকের উদ্যোক্তা পরিচালকও জনতা ইনসুরেন্স কোম্পানী প্রতিষ্টাতা ছিলেন। তিনি তার জীবদ্দশায় স্কুল-মাদ্রাসা করে গেছেন, তার মধ্যে তার গ্রামে বাড়ীতে উম্মে সিতারা মহিলা মাদ্রাসা , খোদেজার কাদের হেফজল কোরান। তিনি ছিলেন প্রচার বিমূখ, মরহুমের মৃত্যুবার্ষিকী উপলক্ষে গ্রামের বাড়ি রাউজানের দলইনগরে সকাল থেকে কোরআন তেলোয়াত মাহফিলসহ তবুরুক বিতরন করা হবে। একইভাবে চট্টগ্রাম শহরের দামপাড়ায় গফফার হাউজে বাদ মাগরিব দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য মরহুমের শুভাকাঙক্ষী ও আত্মীয়–স্বজনদের প্রতি বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন সিতারা গফফার। প্রেস বিজ্ঞপ্তি